হেডস্যার
রণজিৎ মাইতি
-------------
রার্ষ্ট্র বললো-- 'ঘুমাও'
আমিও ঘুমিয়ে গেলাম নিশ্চিন্তে;
রাষ্ট্র বললো-- 'এবার জাগো'
আমিও গাইলাম জাগরমন্ত্র।

উৎসাহের আতিশয্যে
এবার রাষ্ট্র বললো-- 'আগুন হও'
তৎক্ষণাত বিকিরণ করলাম সূর্যের উত্তাপ;
নমনীয় রাষ্ট্র এবার হলো ভীষণ কমনীয়,
শ্রান্ত মনে বললো-- 'বরফ হও'
মুহূর্তেই প্রশান্ত আমি হয়ে উঠলাম দুর্গম গ্লেসিয়ার।

এইভাবে এক এক করে
শীত গ্রীষ্ম বর্ষা শরৎ বসন্তও হলাম;
কিন্তু মানুষ হলাম না।

রাষ্ট্র কক্ষনো আমাকে মানুষ হতে বলেনি;
রাষ্ট্র নিজেও কি কক্ষনো ছিলো আদর্শ মানুষ ?

আসলে রাষ্ট্র কক্ষনো মানুষকে মানুষ হতে বলেনা!