হায় হায় হারিয়ে গেলে(04-04-2020)
রণজিৎ মাইতি
-------------
হায় হায় হারিয়ে গেলে ভীষণ ভীষণ বিষন্ন হয়ে যাই
অথবা পৃথিবী থেকে কান্নার শব্দ মুছে গেলে

শ্মশান কি বয়ে আনে কোনও সুবাতাস ?
পৃথিবী পৃথিবী আজও সবুজে-হলুদে,লালে-নীলে,
ফুলে-ফলে ও মানুষের কলরবে,পাখিদের কলকাকলিতে

যারা ফিচেল,মৃত্যুও তাদের কাছে চরম মশকরা
খাদের কিনারে দাঁড়িয়ে মাশকারা সন্ধান করে,আর হাসে হি হি হি !

সে হাসিতে স্বস্তি পাইনা,বরং ভীষণ আশ্চর্য হই
ভয় হয়,প্রলয় আসন্ন জেনে ভয়ঙ্কর ভয়
জেনেছি মিথ ঘেঁটে,মহা বিনাশের কালে মহাসুখে সমগ্র পাতালপুরী এভাবেই হেসেছে অট্টহাসি
শুনেছি,বিশাল রক্ষপুরীতেও নাকি সে সময় হায় হায় করার মতো কেউ জীবিত ছিলোনা
কোনও বামা,কূললক্ষ্মী সুন্দর এই গ্রহটির কথা ভেবে ভেজায়নি বক্ষ চিবুকও
বরং গ্রহকে শ্মশান ভেবে আড়াল করেছে মুখ একান্তে নৈঃশব্দ্যে