হত্যাকে হত্যা দিয়ে পরাভূত করে(29-06-2020)
রণজিৎ মাইতি
-------------
হে উদাস,তুমি সরব হও;
হে উদার,তুমিও হও নির্মম

স্থিরচিত্রের অন্তরালে এই যে জলছবি
সে একই সঙ্গে লিখছে হত্যা ও খুন।
চলমান বর্তমান থেকে আগামীর পথে--
স্থানুবৎ,গোপনে গোপনে

হে উদার,হে মধ্যম পাণ্ডব
আজ করোনারূপী কীচক এসেছে দুয়ারে
সুতরাং হত্যাকে হত্যা দিয়ে পরাভূত করো