হাততালি (16-08-2020)
রণজিৎ মাইতি
-------------
এই মাত্র যাঁরা হাততালি দিয়ে অভিনন্দিত করলো তাঁরা আসলে জল;
আগামীতে এই ভাবে যাঁরা এগিয়ে আসবেন তাঁরাও ব্যতিক্রমী নন!
যদিও অতীত-বর্তমান,কিংবা অতীত-আগামীর আড়ালে ভিন্ন এক স্রোত বয়ে যায়
যেখানে একমাত্র পার্থক্য অই মহার্ঘ সত্য ও অমূল্য মিথ্যার
অবশ্য কে যে ধোয়া তুলসিপাতা ও গঙ্গাজল তা আজও জানিনা
অথবা কার কণ্ঠে মরা মরা সুর কতোটা আন্তরিক
তবু একটা হাততালিই চলকে দেয় আমাদের নিচোল,তৃষিত হৃদয়
বলকের মতো বারবার
তাই পরম উৎসাহে মিজরাব সাধি
কখনও প্রবল অনুরাগে ছড় দিয়ে গুন টানি প্রিয় এসরাজে।