হার্মাদ (09-02-21)
রণজিৎ মাইতি
------- -----
আমি নিশ্চিত,আমার মতো বহু মানুষই আজীবন হার্মাদ বিরোধী;
যেহেতু গণতন্ত্রে কাউকে তাড়াতে দাঁড়াতে হয় ভোটের লাইনে
সুতরাং আমিও মহাউৎসাহে সক্কাল সক্কাল দাঁড়িয়ে পড়েছি ভোটের লাইনে।
যেভাবে পতঙ্গ রুখতে কীটদংষ্ট্র ফুলে কীটনাশক দিই
আমিও প্রয়োগ করি ভোটাধিকার নামক আধুনিক পেস্টিসাইট
শুনেছি স্বয়ং রামচন্দ্রও সীতা লুটেরা দানব হার্মাদটিকে রুখতে সশস্ত্র ঝাঁপিয়ে পড়েছিলেন;
যেভাবে পাঞ্চালীর সম্মান রক্ষার্থে ঝাঁপিয়ে ছিলেন পাণ্ডব
ইতিহাস সাক্ষী,সে তালিকা দীর্ঘ ।
দুঃখের বিষয় এই,---
করোনা ভাইরাসের মতো বারবার রূপ বদল করে নেয় এইসব যুগোত্তীর্ণ জঞ্জাল
কিন্তু রামরাজ্য কখনও হয়না
কখনও বদল হয়না হার্মাদ নামক আধুনিক লুটেরা,
রক্তপিপাসু আধুনিক রক্তবীজ!