হারজিত(04-06-21)
রণজিৎ মাইতি
--------------
গো-হারা হেরে যাওয়ার পরও
কেই কেই হাসেন;
জানেন,সব খেলার মাঠ সবার জন্যে নয়।
যারা আত্মঘাতী গোলে হেরে যান
জানেন,খিদে কতোটা প্রকট হলে সম্ভাবনা অসীম অনন্ত।
তাই হাসতে হাসতে নিজেকে সঁপে দেন দর্শক আসনে।
হয়তো যারা হাসতে ভালোবাসেন,তারা হারতেও ভীষণ ভালোবাসেন।
ইতিহাসও জানে--
হার-জিত,হাসি-কান্না কে কার দ্যোতক
কিভাবে,কোন পথে হেরে যাওয়া হাসিখুশি মানুষেরা পর্দার আড়ালে আলেকজান্ডারের মতো দিগ্বিজয়ীবীর ।