হালুম
রণজিৎ মাইতি
-------------

'হালুম' একটি ভয়ঙ্কর শব্দ;
যে শব্দ শুনলেই শিরদাঁড়া দিয়ে বয়ে যায় হিমস্রোত,
যে শব্দের রেশ আজীবন বয়ে বেড়াচ্ছেন মধু সর্দার।
এখনও চোখ বন্ধ করলেই দেখতে পান-
একটা হিংস্র ক্ষুধার্ত রয়েল বেঙ্গল টাইগার,
হালুম শব্দে ঝাঁপিয়ে পড়ছে তার জলজ্যান্ত ছেলেটার উপর!

না,তারপর থেকে আর কক্ষনো জঙ্গল করেনি,
বাগদা মিনের লোভেও নামেনি খাঁড়িতে।
নামটি 'সুন্দর' হলেও জল ও জঙ্গল সবেতেই হালুম এখানে।

অবশ্য শহুরে মানুষ ও মহানগর পরিক্রমায় আসা কিছু গ্রাম্য মানুষ
এতোদিন যেতেন চিড়িয়াখানায়,হালুম শুনতে।
নিশ্চিত,তারা কখনও বাঘ দেখেনি।
জানে না হালুম শব্দ কতোটা ভয়ঙ্কর।
সার্কাসের বাঘ আর বুনো রয়েল বেঙ্গল যে এক নয়
মধু সর্দারের মতো বুঝেছেন অভয়ার মা-বাবা।
কে জানে কোথায় ঘাপটি মেরে আছে হিংস্র শ্বাপদ!
ভয়,শহর জুড়ে এখন মারাত্মক ভয়ের আবহ,
এই বুঝি 'হালুম' শব্দে ঝাঁপিয়ে পড়ে-
আমার সোমত্ত মেয়েটার ঘাড়ের উপর!