হে মহান মে দিবস
রণজিৎ মাইতি
--------------

তুমি যদি গাছের মতো প্রতিবাদহীন দাঁড়িয়ে থাকো,
তোমাকে কেটে ফেলা হবে।
তুমি যদি মোরগের মতো বোবা হও,
তোমাকে নিয়ে যাওয়া হবে কসাইখানায়।
তোমার ব্যথার কথা,তোমার যন্ত্রনার কথা কেউই লিখবে না।

মানুষ প্রতিনিয়ত শান দেয় চাকুতে-কুঠারে,
তাদের শানিত মগজ চেনে রক্তের স্বাদ।

হে মহান মে দিবস,
অবলা নারীর ব্যথা লেখ কিছু কিছু;
রজস্বলা নারীর যন্ত্রণার কথা কিছু কিছু লেখ।
গাছেদের মতো তারা ফুল দেয়, ফল দেয়,
ছায়া দিয়ে বেঁধে রাখে সংসার সমুদ্র।

তাদের মায়াময় বুকে মায়া একান্তে কিছু কথা কয়।
হে মহান মে দিবস,
তাদের সেই ব্যথা অন্ততঃ তুমি কিছু লেখ।