গুণী
রণজিৎ মাইতি
-------------

আমি পাহাড়ের কাছে যাই
গলিত শুভ্র হিমবাহ,কুলু কুলু ঝর্ণা,ঘন পাইনের জঙ্গল,আঁকাবাঁকা নদী.....
একযোগে পাহাড় ভীষণ সুন্দর।
এতো সুন্দর ধারণ করেও তার কোনো অহঙ্কার নেই!

আমি সাগরের কাছে যাই
জলধির ছলাৎ ছলাৎ,বেলাভূমি অপার সৌন্দর্য আমাকে মোহিত করে
অথচ মহাসাগরও তার সৌন্দর্য নিয়ে কখনও গর্ব করেনা!

আমি উন্মুক্ত প্রান্তর,কৃষিখেত,সবুজ বনানীর কাছেও যাই
সুনীল আকাশের দিকে তাকিয়ে বলি 'সুন্দর,তুমিও ভীষণ সুন্দর!'

কিন্তু এরা কেউ কোনও জবাব দেয় না
দেখেছি গুণী মানুষের মতো বিনয়ে নুয়ে আসে মাথা!