গ্রহণ (21-06-2020)
রণজিৎ মাইতি
-------------
সূর্যের দিকে তাকিয়ে রোদসী অবলীলায় বললো,---
'বাবা,গ্রহণ ক্রমশ ঘন হচ্ছে।'
আমি অবাক হয়ে দেখছি,---
সত্য নামক সূর্য আর এক সত্যকে ছুঁয়ে যাচ্ছে!
যারা একসময় নচিকেতার মতো হাসতো
এখন না পারে হাসতে,না পারে হাসাতে।
বরং চাপা কান্নায় দীর্ঘশ্বাস প্রলম্বিত হয়!!