গোবরডাঙা একটি মৃতনগরী;(02-03-22)
রণজিৎ মাইতি
-------------
গোবরডাঙা থেকে সম্পূর্ণ পাততাড়ি গোটাতে চেয়েছিলাম;
তাই অপেক্ষা না করে হনহন হাঁটা দিলাম উত্তরমুখো।
কিন্তু ঈশ্বর আমাকে ফিরিয়ে আনলেন চেনা বলয়ে!
এবার জীবন আমাকে দক্ষিণমুখে চালিত করলো;
যদিও সেই চেষ্টাও হলো সম্পূর্ণ বিফল!
নাছোড় আমি এক এক করে পুব,পশ্চিম,উর্দ্ধ ও অধঃ কোনো দিকই বাদ দিইনি;
কিন্তু শেষ গন্তব্য বহু পরিচিত সেই গোবরডাঙা!
অথচ কে না জানে গোবরডাঙা একটি মৃতনগরী;
মুখ্যতঃ একটি মায়াবী মৃত স্টেশনের নাম।।