গীতা
রণজিৎ মাইতি
-------------
আমাকে শ্রীমৎভগবৎগীতা পড়তে বলোনা;
কিংবা কোরাণ শরিফ অথবা বাইবেল।
আমাকে মানুষ পড়তে বলো।

গ্রন্থসাহেব এবং জেন্দ আবেস্তা ঘেঁটেও দেখেছি
সেখানেও মানুষের মুখ।

জেনো,মানুষ ঠিকঠাক পড়া হলেই গীতা পড়া হয়ে যায়।
অনুপুঙ্খ জানা যায় জলের স্বভাব

তখন ভালোবাসা উপচে ওঠে গীতার ফেনায় ফেনায়।

(09-06-21)