ঘুম  (29-05-2020)
রণজিৎ মাইতি
-------------
যারা এই করোনার কালবেলায় চিরতরে ঘুমিয়ে গেলো তাদের জন্যে চেপে রাখি বুকের কষ্ট।
রাস্তায় হাঁটতে হাঁটতে কিংবা দুমুঠো ভাতের অভাবে---!

জানি সংখ্যাটা আরও বাড়বে;
যতোটা প্রত্যক্ষ,অপ্রত্যক্ষ তারচেয়েও বেশি বেশি---
হয়তো যেকোনো মহামারীর এটাই নিয়ম!

যদিও মানুষ মরার জন্যে কখনও ঘুমায়না;
কালের নিদ্রা ভেঙে বাঁচার জন্যেই ভীষণ ভীষণ প্রয়োজন গভীর ঘুম।

শব্দহীন,অর্থাত্ - - -
নৈঃশব্দের অন্তরালে যে ঘুম সূর্যোদয়ের সাথে সাথে জাগরণের স্বপ্ন দেখায়
ঠিক সূর্যমুখী ফুলের মতো - - -
রাঙা দালিমের মতো রাঙা - - -

জেনো,ঘুমও এক বিখ্যাত স্টেশন !