ঘেউ ঘেউ
রণজিৎ মাইতি
--------------------
তোমার আকাশ আমার আকাশ
সবার আকাশ একটাই;
তবু
তুমি যখন ঘুমাও সুখে
আমি তখন চমকাই!!!
তোমার আকাশ আমার আকাশ
সবার আকাশ একটাই;
কিন্তু
তুমি যখন প্রভাত আলোয়
আমি তখন নিদ যাই!!!
তারার আকাশ তারার বাতাস তারার কোলাহল;
কোনো তারা আলোয় আলো,
কারুর আলোর ছল!!!
সব আকাশই আগুনখেকো,
বাতাসখেকো কেউ কেউ;
যদিও মলয়ানীল যে আকাশে
তারাই ডাকে ঘেউ ঘেউ!!!