ঘাতক
রণজিৎ মাইতি
-------------
মানুষের ভেতর যেমন একজন ভালো মানুষ বাস করেন;
তেমনই আছে খারাপ মানুষের বসবাস!
ভালো মানুষটি হত্যা বিষয়ে মাছি মশা এমনকি একটি ক্ষুদ্র পিঁপড়ের কথাও ভাবতে পারেননা;
বরং শিক্ষকসুলভ বিনয়ে প্রিয় ছাত্রটিকে দেন সঠিক পথনির্দেশ।
অথচ খারাপ মানুষটির ভেতর জিঘাংসা এতোই প্রকট
রক্তস্নাত হাত লম্বা হতে হতে হত্যালীলায় জড়িয়ে ফেলে নিজেকে!
প্রতিনিয়ত মানুষ এভাবেই লেখে মৃত্যুইতিহাস;
যে উপত্যকায় মানুষ হয়ে ওঠে আপন ঘাতক!
(24-06-21)