ঘর(23-11-21)
রণজিৎ মাইতি
--------------------
যারা ঘর বাঁধে...
মূখ্যতঃ সবার লক্ষ্যই এক।
তবে পাখিরা উড়ে যায় ছানাদের সাথে
পড়ে থাকে বাড়ি নয়,অনন্ত শূন্যতা
মানুষও উড়ে যায়...
এক গন্তব্য ছেড়ে আর এক গন্তব্যে
কিন্তু রেখে যায়...
ছোট্ট ঘরের সাথে সংলগ্ন বারান্দা
যেখানে সকাল বিকেল...
এক রোদ্দুরের সাথে কথা বলে আর এক স্নিগ্ধ রোদ্দুর
বৌ-কথা-কও।