ঘাপটি মেরে ঘাও(লিমেরিক)
রণজিৎ মাইতি
-------------
বিনা শ্রমে লক্ষ্মী লাভ মারতে পারলে দাঁও
পড়লে ধরা নিস্তার নেই জীবন বিশ বাঁও
রিস্ক ফ্যাক্টর কোথায় নেই
হাঁটতে গেলেও হোঁচট খাই
এই ভাবনা মাথায় রেখে ঘাপটি মেরে ঘাও।।