গল্পের নাম নদী(18-05-2020)
রণজিৎ মাইতি
-------------
গল্পের নাম নদী,মূলচরিত্রে 'মা'!
উনুনে কয়লা দিয়ে দেখছে আয়না!

ধোঁয়ায় আকাশ ঢাকা,অবোধ বোঝেনা।
পেটের দাবিতে সে তো করছে বায়না।

যমুনার জলে খোকা তেষ্টা মেটায়
অভাগীর শুকনো বুক করে হায় হায়  

গল্পের শেষ অঙ্কে যবনিকা পাত
হিম হিম শব্দে খুঁজি বাবার তফাত!