গাছের কথা(02-12-21)
রণজিৎ মাইতি
--------------------
গাছকে প্রশ্ন করেছিলাম...
তুমি এতো মনমরা কেন গাছ?
পান্থপাদপ নির্বাক,কেবল দুই চোখে অঝোর শ্রাবণধারা।
পুনরায় প্রশ্ন করলাম...
তুমি কি ক্ষুধাক্লিষ্ট ? নাকি তেষ্টায় ফেটে যাচ্ছে বুক?
কোমলপ্রাণা বৃক্ষটি তখনও নিরুত্তর
বরং চারপাশে শ্রাবণ আরও ঘণ হয়ে এলো।
জানতে চাইলাম...
তোমাকে কি কেউ আঘাত করেছে?
তৃতীয় প্রশ্নে শ্রাবণ হলো আকাশভাঙা!
অষ্ফুটে এটুকুই বললো...
"সব আঘাত সহ্য করতে পারি বাবু,ক্ষুধা-তেষ্টাও হজম করতে পারি,
কিন্তু অপমান বড্ড অসহনীয়।"
কি আশ্চর্য সমাপতন!
আমরা বিষণ্ণ মা-ও এই কথা বারবার বলতেন।