ঈশ্বর(09-11-21)
রণজিৎ মাইতি
--------------------
মনে হয় বিশ্বের সবচেয়ে অসুখী স্বত্তাটির নাম ঈশ্বর;
কেবল অসুখী কেনো বলি,
ব্রহ্মাণ্ডে সবচেয়ে দুঃখী,হতাশ ও বিষণ্ণ পুরুষসিংহের নামই হলো ঈশ্বর!
যিনি গোলাপ সৃষ্টি করতে গিয়ে সৃষ্টি করেন সৃষ্টিছাড়া প্রলাপ,
মানুষের জায়গায় অমানুষ,
অশ্রুর স্থানে কুম্ভিরাশ্রু,
তিনি কি কখনো ভাসতে পারেন সুখের সাগরে?
জাত শিল্পী চিরকালই বড্ড অসুখী;
যার মেঘগর্ভে জন্ম হয়,বিলীনও মেঘেই!!