এনকাউন্টার (07-12-2019)
রণজিৎ মাইতি
--------------------
এবার একটা লম্বা ঘুম দেবো।
ভেঙে পড়ুক কুম্ভকর্ণের রেকর্ড।
আসলে একটা এনকাউন্টারই ভেঙে দিতে পারে জগদ্দল পাথরের মতো চিরস্থায়ী মিথ।
রক্ত কি কেবলই জন্ম দেয় রক্তবীজের ?
কখনও কখনও রক্তের গভীর থেকে ফুটে ওঠে সুবাসিত রক্তগোলাপ
জবাকুসুম শঙ্কাশং- - - - - - - -
ওই তো মিথ ভেঙে জেগে উঠছে ভারত নামক কুম্ভকর্ণ !