একটা ফাগুন পুড়ে ছাই হয়ে গেলো।
রণজিৎ মাইতি
-------------
একটা ফাগুন পুড়ে ছাই হয়ে গেলো।
যেভাবে হাজারো বর্ষার মাঝে দু-একটি বর্ষা
ভেসে যায়,পুড়ে ছাই বানভাসি জলে

শুনেছি কালের স্রোত এভাবেই মহাকালের গর্ভে নিহিত
তবু ধরে নিই মাঝের সময়টুকু X,Y এর মতো রৈখিক সাফল্য,
যদিও পথ চিরকাল চক্রবৎ ও স্বচ্ছ বন্ধুর

অবশ্য আমরা এতোটাই পরিমাপ প্রিয়
হাল না ছেড়ে চোখ লক্ষ্যে স্থানুবৎ!
কেউ কোথাও নেই এই অবুঝ সময়ে ,
হিসাবশাস্ত্রও বড্ড নিঃসঙ্গ উদাস,তত্ত্বের ভারে আজ মাথা নুয়ে আসে
তথ্যের বোঝা চেপে দিন দিন বেড়ে যায় তার মাথাব্যথা
ক্রনিক হওয়ার ভয়ে পারদ বেহাল
এখন এই অসময়ে কে তুমি কুহু কুহু শোনাও,অনন্ত?
সেই মানসিক অবস্থা কি আছে ?

ক্ষুধার তীব্র বিষে ছটফট করে অজগর,নিরীহ ময়াল
সবাই পারেনা,মাতাল হাওয়ায় ভেসে রাতারাতি নীলকণ্ঠ হতে
বরং নির্লিপ্ত চোখে অনন্তের সামনে
ভেসে যায়,ভেঙে পড়ে ভেতরে অন্তরে !

(08-04-2020)