এখনো মৃত্যুর সময় আসেনি
রণজিৎ মাইতি
-------------
এখনো মৃত্যুর সময় আসেনি;
এই দেশে বইছে কি দখিনা বাতাস?

মানুষের আর্তনাদ শুনে ছেড়ে যেতে বড়ো মায়া হয়,
প্রিয়জনের কান্নার শব্দ শুনে কেউ কি সাজাতে পারে চিতাকাঠ
কিংবা খুঁড়তে পারে আপন কবর !
যারা ছেড়ে যেতে বাধ্য হয়,তারাও দাউদাউ জ্বলে প্রপঞ্চ আঁধারে।

যখন ফুটবে রুদ্রপলাশ,আমায় অবশ্যই বোলো।
যদি মৃদুমন্দ হাওয়া বয়,ছুঁয়ে যাবে এই অশান্ত নিচোল;
সেদিনই পরম নিশ্চিন্তে আমি ঘুমিয়ে যেতে পারি।
সেই আলিঙ্গনই হবে জীবনের সাথে জীবনের মহা-আলিঙ্গন।