এখানে বিতর্কের কোনও অবকাশ নেই (03-09-20)
রণজিৎ মাইতি
-------------
কেন যে বন্ধ দরজা ঠেলে বারবার ঢুকি ঘরের ভেতর!
কেন দুদণ্ড থমকে দাঁড়াই প্রস্ফুটিত গোলাপ  বাগানে;
কিংবা কেন কঠিন শৈত্য ভেদ করে পৌঁছে যাই পাহাড়ের সু-উচ্চ চূড়ায়?

অবশ্য একটা কেনোর সাথে ভিন্ন কেনোর কোনও ঠোকাঠুকি নেই;
নেই বিতর্কের কোনও অবকাশ
কেবল পর্দার আড়ালে আছে কোনও এক অন্তর্যামী ইউক্লিড
অথবা পিথাগোরাস নামক কোনও এক ক্ষণজন্মার নির্মল হাসির আকাশ!