এখন ফতুর জল (24-03-2020)
রণজিৎ মাইতি
-------------
এখন ফতুর জল,
সম্ভাবনার লেশমাত্র নেই!

শোনাবে অভয়মন্ত্র,
দেখাবে আলোর রেখা,
কোথা আছে,কোন দেশে ? সে কোন মহৌষধ ও নদের নিমাই ?

শিখা লেলিহান হলে দীপশিখা বড়োই বিবর্ণ
কর্ণ সাজার লোভ,কর্ণে লজ্জা দেয়,দেখো,---
তবুও,
তামাম শহর জুড়ে আজও রাঙা উদ্ধত উৎকর্ণ