প্রার্থনা(23-03-2020)
রণজিৎ মাইতি
------------
সে হরি হোক কিংবা হর,
অথবা আল্লা কিংবা যিশু।
জোয়ান বুড়ো বাঁচুক সবাই
বাঁচাক কোলের শিশু।।
2
চয়েস
-----
কোনটা তুমি বেছে নেবে
মৃত্যু নাকি ক্ষুধা ?
ক্ষুধার চেয়েও মৃত্যু ভালো
তখন সেটাই সুধা।।
3
করোনা ও বাজার
----------------
মুনাফাখোরের পোয়াবারো
শিয়রে শমন এলে
সেই কথাই বলছে বাজার
এই করোনার ছোবলে!
4
সাজা
-----
রাজায় রাজায় যুদ্ধ হলে
মরে গরিব প্রজা
মহামারীর বিষ ছোবলও
তাদেরই দেয় সাজা।।
5
গরম
-----
যাদের পকেটে সদাই গরম
বসন্ত বারোমাস
গরিব হিমালয়ের চূড়ায় উঠেও
গরমে হাঁসফাঁস!!
6
ক্ষমতা
------
বেডরুমটা স্বর্গ যাদের
ভাবতো দেবতা
করোনার এই বিষ ছোবলে
নিঃস্ব সে ক্ষমতা
7
গল্প
----
মায়ের কাছে মাসির গল্পে
মশগুল যে ছেলে
আজ সব গল্প শূণ্য মরু
মানুষ এলেবেলে ।।
8
জীবাণু
------
যারা মশা মারতে কামান দাগে
তারাও ভালোই জানে
হয়তো দু-দশটা মরে তাতেই
হয়না শূণ্য প্রাণে ।।
9
ক্ষমতা
------
ক্ষমতাও নিঃস্ব কতো
দেখছি খোলা চোখে
ফুলের ঘায়ে যাচ্ছে মুর্চ্ছা
তবুও লম্বা বুলি মুখে।।
10
চলচ্চিত্র
-------
চাঁদের গল্প শুনিও না প্লিজ
আমাদের চিত্র পরিষ্কার
চাঁদ থাকুক আপন বিভায়
জানাই করোনায় নমস্কার।।
11
শিক্ষা
-----
হাতিকে যারা প্রণাম জানায়
পিঁপড়েকে ভাবে তুচ্ছ
করোনা এসে শিক্ষা দিলো
নাড়াবে কি আজ পুচ্ছ ?