একদম উড়তে ইচ্ছে করেনা
রণজিৎ মাইতি
-------------
এখন আর একদম উড়তে ইচ্ছে করেনা;
এখন আর করি না বকম বকমও
এখন নিজের সাথে নিজে কথা বলি।
চারপাশে এতো এতো ছলনার দানাশস্য ছড়ানো ছিটানো
এখন আর খুঁটে খেতেও ইচ্ছে করে না!
বরং ডানা ভাঙা পাখির মতো নীড়ে বসে নিজের সাথে করি বক্ বক্ বকম!
এখন ওড়ার চেয়ে একান্তে কৃষ্ণকথা শোনা খুব প্রয়োজন।
এখন উড়ন্ত মেঘের ডানায় বিষবাষ্প ক্রমশ ক্রমশ
পারদ উর্ধমুখী হলে ভীষণ ভীষণ জরুরি মানসভ্রমণ;
শুনেছি নিজেকে প্রেম দিলে,প্রেম দেয় আলো;
নিজেকে আলো দিলে,প্রেম আলোকিত।
(12-05-22)