একলব্য
রণজিৎ মাইতি
--------------
আমাদের ভেতর দ্রোহ জন্ম নিলে
শিক্ষক মহাশয় বলতেন,'শোন্ বাছারা,
'সবকিছু মানিয়ে চলতে হয়;যে সয় সে-ই রয়'
যেমন দাড়িয়ে আছে যমুনার তীরে ঐ সবরমতি আশ্রমটি!
শিক্ষকের শেখানো মন্ত্রে যখনই হয়ে উঠলাম ভারত নামক দেশ;
আমাদের মাড়িয়ে চলে গলো বহিঃভারত!
স্মিতহাস্যে দ্রোণাচার্যীয় অহংকারে শিক্ষক বললেন,
'কখনও কখনও ফোঁস করতে হয়'।
অবশ্য এসব কথায় আমাদের হুঁস ফেরেনা;
বরং মহাকালের দ্বিমাত্রিক রূপে আমরা হয়ে উঠি ভীষণ দ্বিধাগ্রস্ত।
শিক্ষককেও বুঝতে পারিনা,না পারি বুঝতে শিক্ষকের শেখানো বুলি
যেমন বুঝিনা জল হাওয়া আগুন বরফ
তাই হাতড়াই ষড়দর্শনের লতায়-পাতায়,শিরা-উপশিরায়
যদিও ভারসাম্যের খেলায় সমগ্র দেশটাই হয়ে যায় জীবন্মৃত একলব্য!
(20-06-21)