এক কথা(16-01-2020)
রণজিৎ মাইতি
-------------
সংসার পাগল মা সবসময় বলতো ভালোবাসতে শেখ,
কাজ পাগল বাবার মুখেও একই কথা শুনেছি বহু বহুবার।
যেভাবে ভগবান বুদ্ধ,প্রভু যিশু,দয়াল মহম্মদ !!
অথচ আমরা যতোটা বই ভালোবাসি,ঢের বেশি ডিগ্রির মোহ

আমরা বিচ্যুত প্রজন্ম,অত্যুচ্চ শিখরের মোহে
মানুষ মানুষ করে গলা ফাটাই
কিন্তু ক্রিকেট মাঠের ভালোবাসা আর মানুষের প্রতি অনুরাগ যে এক নয়
বোঝার আগেই শুরু করি কুম্ভীরাশ্রু

স্বতঃই কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেঁউটে
রাম নামের আড়ালে চোরকাঁটার প্রতি ভালোবাসা
কৃষ্ণ প্রেমের আলোকে অবতরণ শৃঙ্গার রসের
এভাবেই চালিয়ে যাই কনস্টিপেশনের কারণে জোলাপ সেবন
তাই চক্রব্যুহে অভিমন্যু ছটফট করলেও বাঁচাতে আসে না কোনও রথী মহারথী

তখনও মায়ের এক কথা,বাবারও
যেমন মূল মূলত্র ফুল ফল পাতা
এমনকি বীজের ভেতরে কাক্ষিক মুকুলটিও তার কথা তার মতো করে বলে যায়