ইদানিং ভীষণ টেনশন যাচ্ছে(18-10-2020)
রণজিৎ মাইতি
-------------
ইদানিং ভীষণ টেনশন যাচ্ছে।
শুনছি কৈলাসের মাইনাস ডিগ্রিতেও নাকি করোনা ভাইরাসটি বহাল তবিয়তে ঘোরাফেরা করছে !
মা দুর্গা কোভিড আক্রান্ত নয় তো ?
কিংবা তার ভবঘুরে ছেলেপুলে ও ফ্যাশন দস্তুর মেয়েরা

সত্যিই ভীষণ টেনশন হচ্ছে
যতোই ঘরের মেয়ে হোক,কেউই চায়না যেচে বাঁশ খেতে
যদিও পাকা বাঁশ ট্যাক ট্যাক করে বলছে উৎসবের কাছে পরাস্ত হবে মারাত্মক জুজুটি

অবশ্য আমাদের অভিজ্ঞতা কাউকে বিশ্বাস করেনা;
না জুজু,না বাঁশ।
জুডো খেলার মাঠ আগেই যে বিষিয়ে গিয়েছে।
দিন দিন আরও বিষিয়ে উঠেছে ময়দানবের হাতে গড়া ইন্দ্রপ্রস্ত ও সংলগ্ন শখের ময়দান!