দ্বিতীয়বার যুদ্ধে যাইনি
রণজিৎ মাইতি
-------------
একবার আমি যুদ্ধে গিয়েছিলাম;
দশের কথা ভেবে,
দেশের কথা ভেবে।
এবং
মুখোমুখি যুদ্ধে মরেও ছিলাম,--
গুলি খেয়ে।
যদিও আমার মৃত্যুতে--
দেশের কোনো কিছুই এসে যায়নি;
দশের মৃত্যুতে--
দেশের কোনো কিছু এসে যায় না কখনো!
তাই আমি দ্বিতীয়বার যুদ্ধে যাইনি।
(16-02-22)