দ্বিধা
রণজিৎ মাইতি
-------------
আজকাল কোথাও প্রণাম ঠোকার আগে ভাবতেই হয় পাঁচবার;
যাহাকে এই মুহূর্তে ভাবছি শ্রদ্ধাষ্পদ
পরক্ষণে দেখি সেই মানুষটি নুন্যতম শ্রদ্ধার যোগ্যই নয়!
জানি,এই দূরদর্শী দেশে অভিনেতার ভিড় চিরকাল সংখ্যাগরিষ্ঠ;
প্রেমিক কৃষ্ণের বেশে আজও পাড়াতুতো নটোবর ফাঁসায় প্রেমিকা!
সুতরাং সময়ের সামনে দাঁড়িয়ে থাক মানুষ;
সময়ই বেছে নিক প্রকৃত গুণীকে।