দূর্গা বিষয়ক (01-12-2019)
রণজিৎ মাইতি
-------------
আসলে 'মা দূর্গা' কেবলই আমাদের কল্পনায় দেবী
তাই গুল্লু গুল্লু চেহারায় ভক্তি গদগদ,জোড়হস্তে করি মহান দায়িত্ব কাবার
অথচ যেখানে রক্তের ছোঁয়া
সেখানেই জোড়া চোখ বড়ো উচাটন
শরীরী ভূগোল জুড়ে খোঁজ তুমি যৌন উপত্যকা,গিরিখাদ,খাইবার পাস
কোথায় সর্বোচ্চ শৃঙ্গ শৃঙ্গার রসের
তৃষ্ণা মেটাতে চাও খরস্রোতা সুশীতল ঝর্ণার জলে
সেখানেই দেবী তুমি রাতারাতি হয়ে যাও মর্ত্যের মানবী
কামিনী-মোহিনী রূপে লালসার লক্ষ্য হয়ে যাও!
কখনও কি হাতে অস্ত্র তুলে দিয়ে সমস্বরে বলি,----
'হে রক্ত মাংসের জীবন্ত দূর্গা,ধর্ষিতা হওয়ার আগে অন্ততঃ একবার তুমি দূর্বা হও।'
প্রয়োগ করো তোমার ঐশী শক্তি
দূর্গোতিনাশিনী রূপে সমূলে উপড়ে ফেলো অই ধর্ষকাসুরে