দু-কলি স্বরগম
রণজিৎ মাইতি
-------------
1
চিঠি এলে সাগর পারে
যেতেই হবে হিমঘরে
2
সৎ মানুষের নেইকো ভাত
জগৎ করছে অসৎ মাত
3
ভালো মানুষ বাজার ঘোরে
অসৎ মানুষ গর্তে ফেরে
4
মিথ্যের ভিত আলগা ভীষণ
একুশ দেখো টনটনাটন
5
বিজ্ঞাপনে আকাশ ঢাকা
ছুটে কি তাতে রথের চাকা?
6
কাজের মানুষ মাতে কাজে
শূন্য কলসি বেশি বাজে
7
সমান তালে হিসেব চলে
সময় যখন দু-পা ফেলে
8
পাগলই হন পাগলপারা
সাফল্যে যে আত্মহারা
9
আলোর মূল্য বাড়ায় কালো
চোর-পুলিশের খেলাই ভালো
10
যতোই উড়ি চাঁদের দেশে
বিক্রম রোভার তবুও ফাঁসে।
(এই স্বরগমগুলো অচিন্ত্য সরকার মহাশয়ের কবিতার মন্তব্যে লেখা।তাই প্রিয় কবি অচিন্ত্য সরকার (পাষানভেদী) মহাশয়কে উৎসর্গ করলাম।)