দু-কলি সরগম(18-03-2020)
রণজিৎ মাইতি
-------------
1
জীবনটাই টাগ অফ ওয়ার
বিজ্ঞান না মূত্রে সওয়ার !!
2
বন বন বন ঘুরছে ধরা
যদিও কোথাও মেঘ কোথাও খরা !!
3
বন্ধু সেজে দিচ্ছে বাঁশ
এটাই দেশের সর্বনাশ!!
4
হাওয়া ভীষণ উথালপাথাল
নুন জোটাতে উধাও ডাল!!
5
শকুন এখন যায় না দেখা
তার জায়গায় নেতার রেখা!!
6
ভয় যখন ভাইরাসে
মূত্র বাজার ঝেড়ে কাশে!!
শ্রদ্ধেয় কবি সুমিত্র দত্ত রায়ের কবিতায় প্রাণীত হয়ে কিছু উপহারের ডালি সাজিয়ে দিলাম প্রিয় কবিকে।শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।