দুইটি মৃত্যু,একটি উপাখ্যান
রণজিৎ মাইতি
---------------------
দুইটি মৃত্যুর হতেই পারে একই উপসংহার,
কোনটি ফেক কোনটি আসল বলবে পারাবার।
একটি শেয়াল অতি জ্ঞানী করতো দামি চাকরি
কিন্তু যখন রাখলো জীবন মাত্র ফিফটি থ্রি
অপর শেয়াল গরিব অতি করতো কৃষিকাজ
নিভলো যখন জীবন বাতি সেঞ্চুরিয়ান গাছ
লড়াইয়ের যদি মূল কথা হয় দীর্ঘ সময় বাঁচা
লাভবান কে,কৃষক নাকি চাকরিজীবীর খাঁচা?
অপর গল্পে নায়ক ছিলো পরিশ্রমী ভীষণ
থার্টি নাইনে মৃত্যু হলেও পূর্ণ করলো মিশন
ইতিহাসের পাতায় পাতায় রাখলো তাহার নাম
একশো বছর বাঁচলো যিনি তাহারই বিধি বাম!
লড়াইয়ের যদি মূল কথা হয় দীর্ঘ সময় বাঁচা
কম বেঁচেও দীর্ঘ জীবন উনচল্লিশের খাঁচা