দুই পৃথিবী
রণজিৎ মাইতি
-------------
এক পৃথিবী ছন্নছাড়া,
গোছালো আর এক।
পায়ের তলায় সর্ষে কারো,
কেউবা শীতের ভেক।

এক ভুবনে দুইটি ভুবন,
কোনটা ভীষণ কালো।
অন্যটিও ছড়ায় কিরণ,
মায়া সুখের আলো।

মেঘলা আকাশ এক পৃথিবীর,
ঝলমলে আর এক।
জীবন স্রোত এতোই খর,
বলে না কেউ দেখ।

একটি আকাশ বিষাদঘন,
অন্য আকাশ সুখী।
হাসি-কান্নার যুগ্ম রেণু,
ফোটায় সূর্যমুখী।

এক পৃথিবী বজ্রগর্ভ,
স্বচ্ছ অপর,নীল।
এক পৃথিবীর দুইটি ভুবন,
চিলি থেকে চিন

এক পৃথিবী রুক্ষ মরু ,
আর এক ফল্গু ধারা।
শান্ত সমীর বইছে কোথাও,
কোথাও পাগলপারা!

এক পৃথিবী হিন্দু প্রধান
অপরটি হয় মুসলিম
উপর উপর ভেদরেখা থাক
ভেতর ভেতর রিমঝিম

একটি আকাশ আঁধারঘন,
অপরটি বেশ কাব্যিক।
রোদ-বৃষ্টির গোপন খেলা
চিরকালই হার্দিক।

যদিও---

দুই ভুবনে একটি ভুবন,
নামটি তাহার মানুষ।
যতোই তুমি ভুবন রচ,
উড়ায় কি সে ফানুষ ?

পরের ধনে পোদ্দারিতে,
এক পৃথিবী দড়।
অপরটি রোজ রক্ত ঝরায়
হৃদয়টি তার বড়।