দুই পৃথিবী
রণজিৎ মাইতি
-------------
তুমি হাততালি দাও
তুমি হাসো,কাঁদো
মিশে যাও জনতার ভীড়ে;
কখনও ক্লিওপেট্রার মতো তীর্যক হাসিতে ছড়াও দ্বৈত লাবণ্য!

আমি ভিন্ন পৃথিবী
আজও আমার চোখই ভাসে সভ্যতার চিরচেনা বিষন্ন ছবি!