দুই মেরু চেনা ভীষণ জরুরী  (16-06-2020)
রণজিৎ মাইতি
-------------
আর একটি নির্ঘুম রাত্রি চিনলাম বিজনে
রাতও তার প্রেমিক অবয়ব নিয়ে সামনে দাঁড়ালো

রাত মানে শুধুই অন্ধকার নয়;
যেকোনো সময় জীবন জুড়ে অদ্ভুত আঁধার নেমে আসতে পারে;আসেও তেমন
কখনও মারণব্যধি রূপে,কখনও ক্ষুধার দাবিতে চলমান মিছিলের সামনে সমানে চলে শাসকের গুলি   !

কিন্তু সেখানে আসে কি রাতপেঁচা ? নক্তচর ও কুকুরের উদাত্ত ঘেউও শুনিনি কখনও
যে সুর তাল কাটে রাত প্রহরীর কর্কশ বাঁশির আওয়াজে
বাদুড়ের করুণ গান রাত ছাড়া শুনিনি কখনও
ঘিঁঝিঁর অমল রাগিণী অবিরাম ও জোনাকির মুগ্ধ নীরব বিলাপ
এসবের মাঝে শেয়ালের লোলুপ জ্বলজ্বলে চোখ আঁধারের বুক চিরে আঁধারকেই ধৃতিমান করে

আমি ধৃতিমান নই,মুগ্ধ দর্শক
রাত ভালোবেসে রাতের গভীর থেকে তুলে আনি মাঠা
যাহা যেমন রাতকে সমৃদ্ধ করে,বিপরীতে দিনকেও ক্রমান্বয়ে করে ঝলমলে
উজানে সাঁতার কাটতে হলে দুই মেরু চেনা ভীষণই জরুরি
স্রোতের কোথায় ঘুর্ণি,কোথায় ঘুর্ণাবর্ত মেঘ জমে আছে

হায়,অকাল নিম্নচাপে কতোবার ভেসে গেছে গর্বের নাগরিক সভ্যতা!
সে হিসাব কেউই রাখেনি,রাখালিয়া বাঁশির মেঠো সুরে কতোটা করুণরস,ঝরে পড়ে কতোটা অনল