দু-নৌকোয় পা (05-12-2019)
রণজিৎ মাইতি
-------------
এ জীবন জোৎস্নার মতো মায়াবী হতে পারতো
কিন্তু হয়নি!

কিংবা অমানিশার মতো কুচকুচে
না,তাও হয়নি!!

আসলে যারা দু-নৌকোয় পা দিয়ে চলে তাদের কিছুই হয়না!!!

অবশ্য গল্পটা কচি পাঁঠার হলে এতো কথা বলতে হতোনা
হয় হাঁড়িকাঠ,নতুবা কসাইয়ের চকচকে চাকুই যথেষ্ট
অর্থাত্ যাদের জীবন নেই,মৃত্যুও হয়না মৃত্যুর মতো !!!!