প্রিয় কবি নাসিরউদ্দিন তরফদার "ওখানে নেই সখা" কবিতায় চমত্কার জীবনচিত্র ফুটিয়ে তুলেছেন ।কবিতা পাঠ করতে গিয়ে প্রতিটি মূহুর্তে মনে হচ্ছে অমোঘ বাণীর মুখোমুখি হচ্ছি।
ঈশ্বর সুন্দর এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন কিছু কর্মের জন্যে ।কাজের মধ্য দিয়েই মানুষ এই সুন্দর পৃথিবীতে দীর্ঘ দিন বেঁচেবর্তে থাকে । আর তার বেঁচে থাকার উপকরণ ও সাজিয়ে গুছিয়ে রাখা।কি নেই এই পৃথিবীতে ।পাহাড়,ঝরণা,আলো, বাতাস,নদী, সাগর,ফুল-ফল,লতা- পাতায় ভরে আছে এই সসাগরা পৃথিবী । আর মানুষে মানুষে সম্পর্কের উষ্ণতা । যে উষ্ণতা মানুষকে বাঁচাতে প্রেরণা দেয় অহরহ।প্রবুদ্ধ কবি মানুষে মানুষে এই সম্পর্কের যে জড়িমা,যার টানে মানুষ এই সুন্দর পৃথিবীকে বেঁচে থাকতে চায় অনন্তকাল, বেদান্ত দর্শনের অনুষঙ্গ টেনে সঠিক ভাবেই উপস্থাপনা করলেন--তা আসলে মায়ার টান।
কিন্তু মানুষ তো আর অনন্তকাল এই পৃথিবীতে থাকতে পারে না । এ তার অমোঘ নিয়তি।যেতে তাকে হবেই।রেখে যেতে হবে সঞ্চিত যায় কিছু আর প্রিয়জন।তবু জীবনকালে যেটুকু ভোগ আর দুর্ভোগ সেটুকুই তার নিজস্ব সঞ্চয় ।
প্রিয় কবির গভীর জীবন বোধ,মানবিক ভাবনা কবিতাটির উৎকৃষ্ট সাধনে সহায়তা করেছে । আর আমরা উপহার পেয়েছি এমন সুন্দর নান্দনিক কাব্য ।এর জন্যে প্রবুদ্ধ কবিকে অন্তরের অন্তস্তল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ।কলম চলতে থাকুক ।অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো