কবি জয় ভাদুড়ীর "আতশ কাঁচ" কবিতাটি অসাধারণ জীবন বোধে সমৃদ্ধ অপূর্ব কবিতা । সময় ও নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করেনা । সময়ের সাথে সাথে নদী অর্থাৎ জীবন নদী আপন খেয়ালে বয়ে চলে । চলার পথে পলি জমে । উর্বর অববাহিকায় জন্ম নেয় নতুন নতুন স্বপ্ন । সে স্বপ্নেরা সময়ের সাথে সাথে ডালপালা মেলে আকাশের দিকে । ফুল দেয়, ফল দেয়।সূর্যালোকের ঝলমল করে।পরিণত বীজ থেকে জন্ম নেয় নতুন চারা।
কালের নিয়মে পৃথিবীর বয়স বাড়ে । এগিয়ে চলে জীবননদী । পথে বাঁকে বাঁকে রেখে যায় সুখ,দুঃখ,অবসাদের অনুভূতি। যদিও সে সবই ব্যক্তিগত অনুভূতি । এতো গভীর মানুষের মন যে খালি চোখে দেখা যায় না। অনেক সময় ব্যক্তি মানুষও বুঝতে পারেন না । মন কেমন কেমন ভাব।তখন একান্তে ফেলতে হয় "আতশ কাঁচ" এর তলায় । চলে মনোসমীক্ষণ ।তখনও সময় থেমে থাকে না ।কালস্রোত বইতে থাকে ।বয়ে চলে নদী আপন খেয়ালে ।
এমন সুন্দর ও গভীর জীবনবোধের অসাধারণ কবিতা উপহার দেওয়ার জন্যে প্রিয় কবি জয় ভাদুড়ী মহাশয় কে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই । পরিশেষে বলি কবিতার নামকরণও যথার্থ ।