দিনশেষে মা-মাটি এক একাকার(27-02-21)
রণজিৎ মাইতি
-------------
আমার কবিতা কেউই বুঝতে পারেনি
একমাত্র মা ছাড়া----
আমার ভাষা কেউই বুঝতে পারেনা!
ফুলের কান্না বোঝার জন্যে ফুল হতে হয়
পাথরের হাসি বুঝতে হলে পাথর হতে হয়
ঝরনার হৃদয় বুঝতে অঝোর ঝরণা হতে হয়
দেখেছি শিশুর কান্নায় কিভাবে উথলে ওঠে মাতৃস্তন
আমি আগুন ছুঁয়েছি,বরফও স্পর্শ করেছি
এক এক করে জল হাওয়া ঘাস মাটি---
দিনশেষে সবকিছু 'মা' হয়ে গেছে
দিনশেষে মা-মাটি এক একাকার
আসলে একটা অনুভূতিপ্রবণ মনই পারে কবিতার ভাষা বুঝতে
একটি বিশ্বজনীন হৃদয়ই পারে আর একটি সংবেদনশীল হৃদয় ছুঁতে