ধূর শালা,খুব ঘেন্না হয় (01-12-2019)
রণজিৎ মাইতি
-------------
ধূর শালা,পুরুষ ভাবতে খুব ঘেন্না হয়।
হচ্ছে হয়,নিজের মুখে নিজেই পেচ্ছাব করি!
হাত কামড়ে বলি,-- 'ছ্যাঃ ছ্যাঃ,ঢের হয়েছে।'

মহাভারত থেকে বর্তমান ভারত
বায়েস্কোপে চিত্র একই,নতুন বোতলে পুরনো মদের গল্প
এই তো নিরীহ মেয়েটার কচি যোনিদেশ রক্তে প্লাবিত
অথচ আমরা হাত-পা গুটিয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে আছি নির্বাক নিছক

আচ্ছা বিরাট বাহিনীর বিরাট জয়ে যদি হাততালি দিতে পারি,
ভাবতে পারি নিজের জয়
তবে এই পুরুষ নামক বীর পুঙ্গবদের কুকুরের মতো আচরণে নিজেকে কি ভাবছেন ? মহাপুরুষ ?
আমি তো মশাই দুঃশাসন ভেবে লজ্জায় মরে যাই
যার ললৎ জিভ থেকে আজও ঝরে লালসার নাল !