ধুপছায়া(06-11-21)
রণজিৎ মাইতি
--------------------
একই সময়ে সারা পৃথিবী জুড়ে যেমন বৃষ্টি হয় না,
তেমনি একই সময়ে খরার কবলে পড়ে না সমগ্র ভুবন।
এই ভুবনডাঙা,আহা সত্যিই বড্ড অদ্ভুত!
সুন্দরবন নামক রেনফরেস্টের উপর দিয়েও কিভাবে বয়ে যায় মধুমাস,নাতিশীতোষ্ণ কথাস্রোত,দেখেছি দিনের আলোয়।
এইসব শীত-গ্রীষ্ম,লাল-নীল ধুপছায়ার ভেতর দেখি--
প্রিয়তমা কিশোরীর মুখও-
কাল যে অঝোরে কেঁদেছে,আজ সে-ই সকালের সূর্যের মতো হাসছে হি হি!