ধর্মনদী(23-10-21)
রণজিৎ মাইতি
--------------------
মায়ের নিটোল স্তন থেকে অবিরত যে ভালোবাসা চুইয়ে ওঠে--
মা জানেন- ওটাই বিশুদ্ধ নদীধর্ম;
কিংবা বাবার প্রশস্ত বুকে যখন সাঁতার কাটে অবোধ শিশু,
স্বয়ং বাবাও হয়ে ওঠেন সাক্ষাৎ ধর্মনদী।
তাই নদীবুকে সহজেই সুরভী ছড়ায় কুমুদ-কমল,ফুটে ওঠে ঝাঁজিফুল আপন খেয়ালে।
বটবৃক্ষও শ্রান্ত পথিকের সামনে নির্বাক দাঁড়িয়ে থাকে তার ছায়াডালি নিয়ে;
ঠিক নদীমায়ের মতো,সাক্ষাৎ ধর্মের মতো আজও ধর্মনদী হয়ে।
যেমন কৃষকের ধর্মচোখ চিরকাল মানুষের ক্ষুধাধর্মে নিবেদিত প্রাণ।
এর বাইরে যা কিছু সবই ধর্মের গোঁঙানি,
অর্জিত DNA বুকে খ্যাপা ষাঁড়ের মতো কেবল গুঁতোয় সভ্যতা!