ঢপের স্বর্গ (লিমেরিক)
রণজিৎ মাইতি
-------------
যাচ্ছো যখন পাঁশকুড়াতে খেয়ে এসো চপ
সত্যি ভালো স্বাদে অতুল ওখানে নেই ঢপ  
ঢপের স্বর্গে চপও দামি
পচলে পচুক টাটকা খামি
কথার খই ফুটছে মুখে খাবে কি কপ্ কপ্ ?