ধনী
রণজিৎ মাইতি
-------------
দাহ উপশমের জন্যে ভেজার ইচ্ছে হলে উদোম ভেজ;
জানি চিড়বিড় ও গাত্র দাহের কারণ ওই ঘামাচি।

কিন্তু সবকিছু ধুয়ে ফেলনা বৃষ্টিতে;
ভেতরে বাইরে এতো সম্পদ,স্মৃতিরেণু
মানুষ তো বাঁচে এসব নিয়েই।
চুইয়ে আসা জোৎস্না,প্রেম ও বিরহে।

ধনী হোক ধ্বনি ভোটে ভেজার ইচ্ছে;
মানুষ আজও ধনী হতে বড্ড ভালোবাসে