দেখা
রণজিৎ মাইতি
-------------
আমি দেখতে পাচ্ছি না মানে এই নয় তিনি নেই
তুমি দেখতে পাচ্ছো না মানে এই নয় আমি নেই
পরমহংস স্বয়ং সারদার চোখে আলো দেখতে দেখতে আলো হয়ে যান!

সুতরাং,আমি দেখতে পাচ্ছি না মানে এই নয় তিনি নেই
তুমি দেখতে পাচ্ছো না মানে এই নয় আমি নেই
অনন্ত অনন্তে আছে অযুত ব্ল্যাকহোল