দীর্ঘশ্বাস
রণজিৎ মাইতি
--------------
বুকভরে শ্বাস নিও বলতে পারি না;
আশপাশ এখনই বিষাক্ত বায়ুতে ভরে গেছে!
বলতে পারিনা কথা বলো মন-প্রাণ খুলে।

এতো অবিশ্বাস,এতো অন্ধকার চারপাশে
নিজের মুখও নিজে দেখতে পাইনা;
সদ্যজাত শিশুও চিনতে পারেনা কে তার মা!
বাবা কি স্বর্গচ্যুত কোনও মহান ঈশ্বর?
কেন তবে জন্মশংসাপত্রে বাবার নামের আগে লেখা আছে ঈশ্বর স্বপন!

অথচ বিশুদ্ধ শ্বাস ছাড়া বাঁচাও যায় না।
জানি,প্রেম নিবেদনে অভিব্যক্তি যতো কার্যকর
তার চেয়ে ঢের বেশি কার্যকরী দু-দণ্ড কথা।

কেমন আছো জানতে চাওয়ায় কি কোনও অন্যায় আছে?
যদিও এইটুকু কথা বলতেও আড়ষ্ট হয় জিভ,আলজিভ;
'ভালো আছি' এটুকু কথাও কি মানুষ মানুষকে অবলীলায় পারে না বলতে!
কেন যেনো মনে হয় এখন কথার গভীরে আবেগের চেয়ে দীর্ঘশ্বাস বেশি।